বগুড়ায় করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১২ মৃত্যু

0
1316

মহামারি করোনা এবং করোনার উপসর্গ নিয়ে বগুড়ায় গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ১৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় সুস্থ হয়েছে ৯৪ জন।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বৃহস্পতিবার (৮ জুলাই) বেলা ১১টায় এসব তথ্য জানান।

তিনি জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ৫৭৩ নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নতুন করে ১৭২ জনের করোনায় শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩০.১শতাংশ।

তিনি আরও জানান, এনিয়ে জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ২৫৭ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ২৫০ জন। মোট মৃত্যু হয়েছে ৪৪৬ জনের। বর্তমানে করোনায় চিকিৎসাধীন রয়েছে ১ হাজার ৫৬১ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here