পুলিশ দেখে বোরকা টেনে মাস্ক বানালেন পুরুষ যাত্রী

0
1205
mask, police, passenger,

করোনাভাইরাস এখন চীন ছাড়াও বিশ্বের ৮০টি দেশে ছড়িয়ে পড়েছে। করোনাভাইরাস সংক্রমণরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে কিছুটা হলেও সবাই এখন সচেতন।এমতাবস্তায় দেশে চলছে লকডাউন।

নতুন খবর হচ্ছে, চট্টগ্রাম পুলিশের রাঙ্গুনিয়া সার্কেলের ফেসবুক পেইজে একটি ঘটনার সচিত্র বর্ননা করা হয়েছে। ঘটনা বর্ননায় সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) শামীম আনোয়ার জানিয়েছেন, ‘সহযাত্রীর বোরকায় তাহার অন্যরকম ‘মাস্ক’।

সিএনজিতে হাসিমুখে গল্প করতে করতে যাচ্ছিলেন তারা দুইজন। মাস্ক নেই একজনের মুখেও। আমি থামার সংকেত দিতেই মহিলাটি এতক্ষণ ধরে মুখের নিচে নামানো নিকাব দ্রুত উপরে উঠিয়ে মুখমণ্ডল ঢেকে ফেললেন…।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here