পরীমনির জন্মদিন আজ

0
81
Newshunter24, Parimoney, Birthday, Web Series, Rangeela Kitab, Dhakai Movie,

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরিমনির জন্মদিন আজ। ৩২ বছর পেরিয়ে ৩৩ বসন্তে পা দিলেন লাস্যময়ী এ নায়িকা। ১৯৯২ সালের এই দিনে সাতক্ষীরায় জন্মগ্রহন করেন তিনি। পরীর বাবার নাম মনিরুল ইসলাম (উইকিপিডিয়ার তথ্যে শামীম আফজাল), মা সালমা সুলতানা।

মাত্র ৩ বছর বয়সে মা-কে হারান পরী। এরপর পিরোজপুরে নানা শামসুল হক গাজীর কাছে বড় হন তিনি। চলতি বছরের জুলাইতে সেই নানাকেও হারিয়েছেন। বর্তমানে দুই সন্তান আর কাজ নিয়েই ব্যস্ত থাকেন এই অভিনেত্রী।

আরও পড়ুন: ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণা

২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় পরীমনির। এরপর ‘রক্ত’, ‘স্ফুলিঙ্গ’, ‘আমার প্রেম আমার প্রিয়া’, ‘স্বপ্নজাল’, ‘বিশ্বসুন্দরী’, ‘গুণীন’, ‘প্রীতিলতা’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘মা’সহ বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন পরীমনি।

শিগগিরই ‘ফেলুবক্সী’ নামে এক ছবিতে দেখা যাবে তাকে। এ ছাড়া পরীমনি অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘রঙ্গিলা কিতাব’ মুক্তি পাবে আগামী মাসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here