পদ্মা সেতুর টোল প্লাজার পাশে দুর্ঘটনায় নিহত ৪

0
84
Newshunter24, Accident, Killed, Padma Bridge, Toll Plaza, Shariatpur, Injured,

শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু দক্ষিণ টোল প্লাজা সংলগ্ন এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।

রোববার (৩ নভেম্বর) রাত ৯টার দিকে টোল প্লাজা সংলগ্ন শেখ রাসেল সেনানিবাস সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-শরীয়তপুরের জাজিরা উপজেলার ফরাজী কান্দি এলাকার রুবেল ফরাজির ছেলে নাবিল ফরাজী (১৮), মোমিন আলি ফরাজী কান্দি এলাকার এস্কেন্দার আলী মাদবরের ছেলে সায়েম মাদবর (১৯), মোসলেম ঢালি কান্দি এলাকার দাদন ঢালীর ছেলে আরমান ঢালী (১৮) ও একই এলাকার আলিম মাদবরের ছেলে খিদির মাদবর (২০)।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবিব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: দ্রুত শুরু হবে বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত: স্বরাষ্ট্র উপদেষ্টা

তিনি বলেন, রোববার রাত ৯টার দিকে টোল প্লাজা সংলগ্ন শেখ রাসেল সেনানিবাসের রাস্তায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে চারজন আহত হন। তাদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, দুটি মোটরসাইকেলই অনটেস্ট ছিল। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, মোটরসাইকেল দুটির গতিও বেশি ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here