নিজের সম্পদের বর্ণনা দিলেন পরীমনি

0
770

সম্প্রতি বোট ক্লাবে ঘটে যাওয়া কাণ্ডের পর অনকেই প্রশ্ন তুলেছেন অভিনেত্রী পরীমনির বিলাসবহুল জীবন নিয়ে। বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনায় মুখর সামাজিক যোগাযোগ মাধ্যমও।

এমনকি তার কর্মক্ষেত্রের পরিচিতজনেরাও আড়ালে এ বিষয় নিয়ে সমালোচনা করছেন। আর তাই এসব নিয়ে মুখ খুললেন পরী। জানালেন তার সম্পতির পরিমাণ।

পরী তার ভেরিফায়েড ফেইসবুকে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আনেন। পোস্টে লিখেছেন-

আজ এসব নিয়েও লিখতে হচ্ছে ভাবতে কষ্ট হচ্ছে সত্যি।
যখন বড় বড় সম্মানিত শিল্পীরাও পিছে রটানো গসিপ নিয়ে আমার দিকে আঙ্গুল তুলতেও ছাড়লেন না আজ!
একবার একটু জেনে নিতেই পারতেন চাইলে।


যাইহোক, এসব এর একটু পরিত্রাণ দরকার এবার।
*আমার একটি মাত্র হ্যারিয়ার গাড়ি। যেটি ব্যাংক লোনে চলছে। আমি একটি ভাড়া ফ্লাটে থাকি।
*আমি আমার আয়ের হিসেব সরকারের কাছে অবশ্যই প্রদান করি। আমি নিয়মিত একজন করদাতা।
আমার কোন ১০ কোটি টাকার বাড়ি বা ৫/৪/৩ কোটি (যেমন টা আপনারা বানালেন আরকি) টাকার গাড়িও নেই।

আপনারা দোয়া করবেন, আমাকে নিয়ে আপনাদের এই মহান উচ্চ আশা পূরন করবো ইনশাআল্লাহ।
মিথ্যা বা গুজব ছড়ানোর জন্য আপনারা কতোটুকু জয়ী হলেন ভেবে দেখবেন প্লিজ ।

  • আপনাদের পরীমণি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here