নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় রেলস্টেশন এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সোমবার (২৯ জুন) রাত সাড়ে ৯টায় দু’গ্রুপের সংঘর্ষে অজ্ঞাত ১ যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন।
ফতুল্লা মডেল থানায় পরিদর্শক রাকিবুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চাষাঢ়ায় মাদকের স্পটটি পরিচালনা করতো মানিক ও শামীম। রাতে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অন্যের ওপর হামলা চালায়। এসময় ৫ জন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে এক যুবকের মৃত্যু হয়। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।