নতুন ব‌্যবসায় নাম লেখালেন ফারিয়া শাহরিন

0
399

অভিনয়ের পাশাপাশি এবার নতুন ব‌্যবসায় নাম লেখালেন অভিনেত্রী ফারিয়া শাহরিন। শোবিজ অঙ্গনে এটা নতুন কিছু নয়। এর আগে অনেকেই অভিনয়ের পাশাপাশি ব‌্যবসায় নাম লিখিয়েছেন।

তবে অন‌্যদের মতো এত বড় পরিসরে ব‌্যবসা শুরু করেননি ফারিয়া। অনলাইনে প্রসাধনী পণ‌্য বিক্রি শুরু করেছেন। ‘কমপ্লিমেন্ট ইউর মিরর’ নামে ফেসবুকে একটি পেজ খুলেছেন ফারিয়া। ভালো মানের প্রসাধনী পণ‌্য বিদেশ থেকে এনে ভোক্তার কাছে পৌঁছে দেবেন তিনি। ফারিয়া বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখান থেকে নতুন এ ব‌্যবসার বিষয়ে জানান এই অভিনেত্রী।

ফারিয়া শাহরিন বলেন, ‘আমরা কম বেশি সবাই ম‌্যাকের পণ‌্য ব‌্যবহার করি। সুতরাং ম‌্যাকের পণ‌্য দিয়েই যাত্রা শুরু করলাম। এই ব্র‌্যান্ডের যার যা লাগবে তা ইনবক্সে আমাকে জানাতে পারেন। পণ‌্যের গুণগত মান শতভাগ নিশ্চিত করব। আমি অভিযোগ করার সুযোগটি দিতে চাই না। কাজটি নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত। সবার দোয়া ও প্রেরণা চাই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here