সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ২৭ দিন কারাভোগ শেষে জামিনে মুক্তি পেয়েছে ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি।
মুক্তি পেয়ে এসেই বাসা ছাড়ার নোটিশ পান পরী। ভবনের অন্য বাসিন্দাদের আপত্তির কারণে ফ্ল্যাট ছেড়ে দিতে বলা হয় তাকে। তবে এসবে কান দেননি পরী। নিজের জীবন নিজের মতন করে চালাতেই বেশি পছন্দ করে পরী।
তিনি এটাকে স্বাভাবিকভাবে নিয়ে বাসা ছেড়ে দিয়েছেন। উঠেছেন নতুন ফ্ল্যাটে। সামাজিক যোগাযোগমাধ্যমে তেমনটাই বোঝা যাচ্ছে এই আলোচিত অভিনেত্রীর কিছু ছবি দেখে।
নতুন বাসায় বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলেছেন পরীমনি। সেই ছবিগুলোতে তাকে বেশ প্রাণবন্ত লেগেছে।
ছবিগুলোর সঙ্গে জুড়ে দিয়েছেন জীবনকে ভালোবাসার আবেদনমাখা ক্যাপশন। জ্যামাইকান সংগীতশিল্পী ও গীতিকার বব মার্লের সেই উক্তিটির বাংলা তরজমা করলে দাঁড়ায়, ‘যে জীবন যাপন করছ, তা ভালোবাস, যেভাবে জীবন যাপন করতে ভালোবাস, সেভাবে বাঁচো।’
জামিনের পর কিছুদিন যেতেই ‘মুখোশ’ ছবির ডাবিংয়ের মাধ্যমে কাজে ফিরেন তিনি। এর মধ্যে গিয়াসউদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পরী।