দেশে গত ২৪ ঘণ্টায় ১৪৩ নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

0
453

মহামারি করোনার প্রকোপের মধ্যেই হঠাৎ করে বেড়ে চলছে ডেঙ্গু রোগী। দেশে গত ২৪ ঘণ্টায় ১৪৩ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই রয়েছেন গত ২৪ ঘণ্টায় ১৪২ জন। জুলাই মাসেই ভর্তি হয়েছেন ১৫৭৩ জন ডেঙ্গু রোগী। আগের মাসে এই সংখ্যা ছিল ২৭২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে মঙ্গলবার (২৭ জুলাই) এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৫০৯ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী আছেন ৫০০ জন।

এ পর্যন্ত রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ৩ টি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here