দেশের জন‌্য কাজ করার আহ্বান জানিয়েছেন তথ‌্যমন্ত্রী

0
349

মহামারি করোনার সংকট থেকে বাঁচতে দেশের জন‌্য দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ‌্য ও সম্প্রচারমন্ত্রী ও আ‘লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার নামাজ শেষে বুধবার (২১ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তথ‌্যমন্ত্রী বলেন, করোনা মহামারির মধ্যেও আমাদের সমৃদ্ধি অব্যাহত আছে। আমাদের মাথা পিছু আয় বেড়েছে। এই করোনাকে পেছনে ফেলে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আসুন সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাই।

তিনি বলেন, করোনা মহামারির মধ্যে আমরা ঈদুল আজহা উদযাপন করছি। এ করোনার মধ্যে আমরা অনেককে হারিয়েছি আল্লাহ কাছে প্রার্থনা করি তাদের যেন বেহেস্ত নসিব করুন। যারা অসুস্থ আছেন তারা যেন দ্রুত সুস্থতা লাভ করেন এবং বাংলাদেশসহ বিশ্ব করোনা মুক্ত হোক আল্লাহ কাছে এটুকুই প্রার্থনা।

‘আসুন আমরা সবাই মিলে সম্মিলিতভাবে দলমত নির্বিশেষে দেশকে স্বপ্নের ঠিকানায় নিয়ে যাই। আজকের দিনে এটুকুই প্রত্যাশা’, বলেন মন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here