ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক ছাত্রীর অশ্রীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল করায় ডিজিটাল নিরাপত্তা আইনে এক যুবককে আটক করেছে পীরগঞ্জ থানা পুলিশ।
রবিবার ১৮ই জুলাই দুপুরে পীরগঞ্জ উপজেলার ভাকুড়া মাহাত পাড়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে মুন্না (২৫) নামে এক যুবককে গ্রেফতার করে ঠাকুরগাঁও আদালতে সোপর্দ করা হয়।
অশ্রীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল করার হুমকি দিয়ে চাঁদা দাবি করলে চাঁদার টাকা না দেয়ায় ছবি ভাইরাল করে দেয় একটি চক্র।
এ বিষয়ে গত (৩০’জুন) বুধবার ৭’জনকে আসামী করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ভিকটিক ছাত্রীর মা পীরগঞ্জ উপজেলার জগথা গ্রামের কামনা বেগম।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন, এজাহার কৃত ২নম্বর আসামি মুন্নাকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।