ঠাকুরগাঁওয়ের পাওনা টাকা চাইতে গিয়ে মারপিটে আহত ১

0
1121

গীতি গমন চন্দ্র রায় গীতি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পৌর শহরের কলেজহাট এলাকার রঘুনাথপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে আব্দুল কদ্দূস জনি মঙ্গলবার দিবাগত বিকাল ৫টার দিকে পীরগঞ্জ জোড়া কবর রেললাইনের সুরুজ বেকারির বাড়ির পার্শ্বে একই গ্রামের মোঃকাসেমের ছেলে মোঃ সাইফুল ইসলামের কাছে পাওনা টাকা চাইতে গেলে বেধরক বেআইনি ভাবে মারপিটে আহত হন মোঃ আব্দুল কদ্দূস জনি।

জানা যায়, মোঃ সাইফুল ইসলাম দীর্ঘ দিন ধরে আব্দুল কদ্দূস জনির পাওনা টাকা ফেরত দেওয়ার তারিখ দিলে উপযুক্ত সময়ে টাকা চাইতে গেলে জনিকে টাকা না দিয়ে দা, রড দিয়ে মারপিট করেন মোঃসাইফুল ইসলাম তার পিতা মোঃ কাসেম, মোছাঃ কুলসুম ও আর ২/৩ জন ব্যাক্তি।

এতে সাইফুলের মারপিটে রড ও দায়ের আঘাতে আহত ও রক্তাক্ত হয় আব্দুল কদ্দূস জনি।সে সময় স্থানীয় লোকজন ছুটে আসে তাকে আহত অবস্থায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি রয়েছেন।

এ বিষয়ে আব্দুল কদ্দূস জনির সাথে সাংবাদিকের কথা হলে তিনি বলেন আমি টাকা চাইতে গিয়ে আমাকে মারপিটে আহত করেন।মোঃসাইফুল ইসলাম একজন সন্ত্রাসী স্টাইলের ব্যাক্তি সে আমাকে অন্যায় ভাবে মারপিটে আহত করেছেন আমি সুষ্ঠু ও ন্যায় বিচার চাই এবং তার উপযুক্ত শাস্তি দাবি করছি।

এনএইচ২৪/জেএস/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here