ট্রেনের সাথে প্রাইভেট কারের সংঘর্ষে আহত ৩

0
1070

নরসিংদীর রায়পুরায় উপজেলার সাপমারা রেলক্রসিংয়ে মঙ্গলবার (৮ জুন) রাত দুইটার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সাথে প্রাইভেট কারের সংঘর্ষে আহত হয়েছেন ৩জন পুলিশ সদস্য।

আহতরা হলেন- রায়পুরা থানার এসআই শাহীন মিয়া, মনোয়ার হোসেন ও কনস্টেবল সালাহ উদ্দিন।

পুলিশ সূত্রে জানা যায়, রাতে একটি প্রাইভেটকার ও একটি সিএনজি চালিত অটোরিকশা নিয়ে টহল দিচ্ছিল পুলিশ।

রাত ২টার দিকে পুলিশের গাড়িটি রায়পুরার সাপমারা রেলক্রসিং অতিক্রম করতে গেলে ঢাকা থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস সেটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়।

তখন প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায় এবং গাড়িতে থাকা ৩ পুলিশ সদস্য আহত হয়। পরে পেছনে থাকা অটোরিকশা ও এলাকাবাসীর সহায়তায় তাদের উদ্ধার করা হয়।

এনএইচ২৪/জেএস/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here