টেস্ট থেকে কি অবসর নিচ্ছেন মাহমুদউল্লাহ?

0
1416

সম্প্রতি জিম্বাবুয়ে টেস্টের অভিজাত ফরম্যাট থেকে মাহমুদউল্লাহ রিয়াদের অবসরে যাওয়ার গুঞ্জন রটেছে দেশের ক্রীড়াঙ্গনে।

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টে মাহমুদউল্লাহর দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৩২ রানে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ শেষ পর্যন্ত ৪৬৮ রান করে।

দলের হয়ে মাহমুদউল্লাহ রিয়াদ সর্বোচ্চ ১৫০ রান করেন। এটা তার টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের সর্বোচ্চ রান। জিম্বাবুয়ের সফরে তার এমন পারফরম্যান্সে মুগ্ধ দেশের ক্রিকেটপ্রেমীরা।

তবে সেঞ্চুরির একদিন পরই দেশের ক্রীড়াঙ্গনে গুঞ্জন, রিয়াদ টেস্ট থেকে অবসর নিচ্ছেন।

হয়তো রাগ এবং হাতাশা থেকে এমন সিদ্ধান্ত নিতে পারেন রিয়াদ। জাতীয় দলের সাবেক প্রধান কোচ চান্দ্রিকা হাথুরুসিংহে রিয়াদকে সীমিত ওভারের প্লেয়ারের ‘টেগ’ লাগিয়ে দেন। হাথুরু কোচ থাকাকালীন তেমন টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাননি রিয়াদ।

হয়তো এই অবহেলার কারণেই জিম্বাবুয়ে সফরে দুর্দান্ত পারফরম্যান্স করে প্রশংসায় থেকেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিতে চান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here