অনেকদিন ধরেই পরীমনিকে নিয়ে বিভিন্ন কথা বার্তা ঘুরে বেড়াচ্ছে বিনোদন জগতে। কিছুদিন আগে থানায় অভিযোগ করেছিলেন তাকে এমনকি হত্যা করাও হতে পারে।
আজ দুপুরে হঠাৎ করেই তার বাসায় পুলিশ পরিচয়ে কেউ প্রবেশ করতে চাইলে তিনি তাদের বাসায় ঢুকতে দেননি। এবং ফেইসবুক লাইভে পরীমনি জানাচ্ছেন যে তিনি পুলিশে ফোন করেছেন কিন্তু এখন পর্যন্ত কোনো সারা পাননি। এখনো লাইভ তিনি। প্রশাসনের সাহায্য চাচ্ছেন তিনি।
পরবর্তীতে জানা যায় নায়িকা পরীমনির বাসায় অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের’ ভিত্তিতে এ অভিযান চালানো হচ্ছে।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বুধবার (৪ আগস্ট) লাইভ শুরু করে পরীমনি অভিযোগ করেন, তার বাসায় ‘বিভিন্ন পোশাকে’ লোকজন এসে ফ্ল্যাটের দরজা খুলতে বলছেন। কিন্তু তিনি দরজা খুলতে ভয় পাচ্ছেন জানিয়ে সাংবাদিক, বিনোদন জগতের মানুষ ও পুলিশের সহযোগিতা কামনা করেন পরীমনি।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তার বাসায় অভিযান চালানো হচ্ছে, বিস্তারিত পরে জানানো হবে।