বাংলাদেশে ১৪৪২ হিজরি সনের পবিত্র জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেছে। পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ ২১ জুলাই (বুধবার)। ফলে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ২১ জুলাই (বুধবার)।
রোববার (১১ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী মো.ফরিদুল হক খান এ ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন ধর্ম সচিব ড. নুরুল ইসলাম।
এর আগে পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ এবং ১৪৪২ হিজরি সনের পবিত্র জিলহজ্ব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় বসে চাঁদ দেখা কমিটি।