মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ১৫২ জনের।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান সোমবার (৫ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চুয়াডাঙ্গা জেলায় বৃহস্পতিবার নতুন শনাক্তের মধ্যে চুয়াডাঙ্গা সদরের ৬৮ জন, আলমডাঙ্গার ২২ জন, দামুড়হুদার ১৮ জন ও জীবননগরের ৪৪ জন রয়েছেন।