স্বর্ণ ব্যাবহারে শখ অনেক আগে থেকেই প্রচলিত। তাই বলে মাথা ভর্তি স্বর্ণ নিয়ে ঘুরবে! হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটা একটি সত্যি ঘটনা। মেক্সিকোর র্যাপার ড্যান স্যুরের মাথায় এখন চুলের জায়গায় ঝুলছে একগুচ্ছ স্বর্ণের চেন!
সাধারণ গায়কদের চেয়ে র্যাপারদের অভিনব সাজপোশাক নিয়ে বিভিন্ন দেশেই চর্চা হয়ে থাকে। তবে ড্যানের মতো এর আগে কেউ মাথায় স্বর্ণের চেন ইমপ্লান্ট করেছেন বলে জানা যায়নি। এ সাজ তারই প্রথম।
বছর তেইশের গায়ক ড্যান মাথার তালুতে নানা ডিজাইনের চেন লাগিয়ে নিয়েছেন। দাঁতেও লাগিয়েছেন সোনার প্রলেপ। সেই বেশ নেটমাধ্যমে দেখিয়েছেন নিজের অনুরাগীদের। তার পরেই হইচই পড়ে গিয়েছে ফ্যাশন জগতে। ভাইরাল হয়ে যায় তার নতুন সাজের ছবি।
সাজগোজে সব সময়েই অন্যদের থেকে আলাদা ড্যান। তবে এর আগে তার কালো ঘন চুল ছিল। স্বর্ণের চুলে একেবারেই বদলে গিয়েছে ড্যানের রূপ। খবর-আনন্দবাজার।