মহামারি করোনার সংক্রমণ প্রতিরোধে সোমবার (২৮ জুন) থেকে শুরু হয়েছে সরকার ঘোষিত কঠোর লকডাউন। আর লকডাউনের প্রথমদিন সাধারণ মানুষ স্বপ্রণোদিত হয়েই সরকারি নিষেধাজ্ঞায় সাড়া দিয়েছেন।
প্রশাসনের কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই পুরোপুরি যানবাহন শূন্য হয়ে গেছে চট্টগ্রাম মহানগরী। বিচ্ছিন্নভাবে কিছু ব্যক্তিগত যানবাহন চলাচল করলেও শহর জুড়ে কোথাও কোনো গণপরিবহন চলাচল করছে না।
নগরীর জিইসি মোড়ে দায়িত্ব পালন রত ট্রাফিক পুলিশের সদস্য সংবাদমাধ্যমকে বলেন, ‘কোনো গণপরিবহন চলাচল করছে না, আমাদেরও অলস সময়। আমরা ট্রাফিক বক্সে বসে দায়িত্ব পালন করছি। শুধুমাত্র রিকশা আর কিছু ব্যক্তিগত যানবাহন চলাচল করছে।’
অন্যদিকে, অফিস খোলা থাকায় রাস্তায় বের হয়ে গাড়ি না পাওয়ায় অনেককে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।