চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার বলির হাট অবৈধ কাঠ উদ্ধার অভিযানে গেলে স্থানীয় মসজিদের মাইকে ডাকাত এসেছে বলে ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলার ঘটনায় ১৫ জনকে আটক করেছে র্যাব।
চট্টগ্রাম র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার সোমবার (১২ জুলাই) দুপুরে সংবাদমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
তিনি জানান, বাকলিয়া বলির হাট এলাকায় বন বিভাগের সহায়তায় অবৈধ কাঠ উদ্ধারে অভিযানে গেলে স্থানীয় মসজিদের মাইকে ডাকাত এসেছে বলে ঘোষণা দিয়ে স্থানীয়রা র্যাবের ওপর হামলা চালায়। এতে র্যাবের ৪ সদস্য আহত হন।
ঘটনার পর রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত র্যাব অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করেছে। এই ঘটনায় অভিযান এখনো চলমান রয়েছে।