মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মারা গেলেন ৭৭১ জন। শনাক্ত হয়েছে আরও ৭০৯ জনের। মোট ৬৫ হাজার ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি রোববার (১১ জুলাই) সকালে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের পিসিআর ল্যাবসমূহে মোট ২০৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনা আক্রান্ত চিকিৎসাধীন থাকা ১৪ জন মারা গেছেন।