মহামারি করোনাভাইরাসে চট্টগ্রাম মহানগরী এবং জেলার বিভিন্ন উপজেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত হয়েছে ৩৬৯ জন। এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ৩৬৮ জন এবং সর্বমোট মৃত্যুর সংখ্যা ৭১৭ জন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি রোববার (৪ জুলাই) সকালে সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ৭টি ল্যাবে ১ হাজার ৮৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে ৩৬৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মহানগর এলাকায় ২২৩ জন এবং উপজেলায় ১৪৬ জন। উপজেলায় সবচেয়ে বেশি সীতাকুণ্ডে শনাক্ত হয়েছেন ৩৫ জন। এছাড়া ফটিকছড়িতে ২৩ জন, হাটহাজারীতে ২০ জন এবং মিরসরাইয়ে ১৯ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬ জনের মৃত্যু ঘটেছে।