ঘোড়াঘাটে দুস্থ্যদের মাঝে সেনাবাহিনীর খাদ্য সমগ্রী বিতরণ

0
344

বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার অধিনস্ত ১৬ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দাকার সফিকুজ্জামান, পিএসসি ৪ হর্স ইউনিটের সার্বিক ব্যবস্থাপনায়, দিনাজপুরের ঘোড়াঘাট সহ ৩ উপজেলা করোনা পরিস্থিতি পরিদর্শন সহ দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

বৃহস্পতিবার সকাল ১১ টায় ফুলবাড়ী, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়ঘাট উপজেলার বিভিন্ন এলাকা ও গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন সহ সার্বিক করোনা পরিস্থিতি সম্পর্কে খোজ খবর নেন ব্রিগেডিয়া জেনারেল। এরপর উপজেলার হরিপাড়া হাইস্কুল মাঠে ১০০ জন দুস্থদের মাঝে স্বাস্থ্য বিধি মেনে খাদ্য সমাগ্রী বিতরণ করা হয়।

এ সময় ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলম, সহকারী কমিশনার (ভ‚মি) মাহমুদুল হাসান, হাকিমপুর সার্কেলের সিনিয়র এএসপি রাজিব আল শরিফ, ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ মোঃ আজিম উদ্দিন, লেফটেনেন্ট কর্নেল মামুনুর রশিদ সিদ্দীকি, ক্যাপ্টেন রফিকুল এহসান,বুলাকীপুর ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান লাবলু, ইউপি সদস্য আবুল কালাম ও প্রমুখ উপস্থিত ছিলেন।

সেনা বাহিনী প্রদত্ত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ৪ কেজি আটা ও ১ কেজি চিনি মোট ১০০ জন দুস্থ্যদের মাঝে বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here