গোপালগঞ্জে সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মবার্ষিকী পালিত

0
369

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে কেট কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্স চত্ত্বরে কেক কাটে নেতাকর্মীরা। পরে একে অপরকে কেক খাইয়ে দেন তারা।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য বিভাষ বালা, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম আব্বাস, সদস্য এস এম নজরুল ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহসিন উদ্দিন সিকদার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহসিন উদ্দিন সিকদার, টুঙ্গিপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিএম তৌফিকুল ইসলাম, সহ সভাপতি রিফাতুল ইসলাম, হেলাল কাজী, নুরজ্জামান শরীফ, যুগ্ম সাধারন সম্পাদক এ আজিজ খান, শেখ সাজ্জাদুর রহমান বক্তব্য রাখেন।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে নেতার্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here