গোপালগঞ্জে বিধি নিষেধ কায্যকর করতে প্রবেশ সড়কে পুলিশের চেক পোস্ট

0
1036

গোপালগঞ্জে সরকার ঘোষিত কঠোর বিধি নিষেধ কায্যকর করতে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। শহরের বিভিন্ন প্রবেশ সড়কে চেক পোস্ট বসিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ।

রবিবার (৪ জুন) সকাল থেকে সড়কে বের হওয়া মানুষদের পড়তে হচ্ছে জেরার মুখে। তবে এ দিনে শহরে যানবাহন ও মানুষের আনাগোনা ছিল কম। জেলা ও উপজেলা সদরে বন্ধ রয়েছে মার্কেট দোকানপাট। জেলা শহরের দিয়ে কিছু রিক্সা-ভ্যান চললেও ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে দূরপাল্লা ও অভ্যন্তরিন রুট দিয়ে যান চলাচল এবং গোপালগঞ্জ-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

কঠোর বিধি নিষেধ কার্যকর করতে ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে গোপালগঞ্জে মাঠে রয়েছে সেনা, বিজিবি, র‌্যব, পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ। শহরের গুরুত্বপূর্ণ সড়ক, পাড়া মহল্লা ও সড়কের মোড়ে মোড়ে টহল দিচ্ছেন তারা।

জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জনসাধারনকে অপ্রয়োজনে ঘর থেকে বের হতে নিষেধ করা হচ্ছে। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে অনেককে মাস্কবিহীন বাইরে ঘোরাফেরা করতে দেখা গেছে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, বিধি নিষেধ কায্যকর করতে ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে আইন শৃংখলা বাহিনী মাঠে কাজ করছে। যারা আইন মানছেন না তাদের জরিমানা করা হচ্ছে। কারোনা ভাইরাসের সংক্রমন কমাতে ও সচেতন করতে মাইকিং করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here