গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় করোনায় ক্ষতিগ্রস্থ ও অসহায় ৫’শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন।
রবিবার (১৮ জুলাই) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার হেলিপ্যাড চত্ত্বরে বাংলাদেশ এসব অহহায় মানুষের হাতে প্রধান অতিথি হিসাবে ত্রাণ সামগ্রী তুলে দেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর অধিনায়ক লে: কর্ণেল মো: আলমগীর হোসেন।
বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ৩ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি করে ডাল ও লবন, আধা লিটার তেল এবং ১টি সাবান রয়েছে।
এ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম হেতায়েতুল্লাহ, ২ ইস্ট বেঙ্গল রেজিমেনন্টের অধিনায়ক লে: কর্ণেল মোর্শেদুল হাসান, মেজর মোসাদ্দেক ইবনে মুজিব, ক্যাপ্টেন শাহ্-ই-মাশরুর রামীম, লে: সাদাফ আবরার আইয়ান এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।