গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৩ জনে।
গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা: অসিত কুমার মল্লিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা: অসিত কুমার মল্লিক জানান, করোনা আক্রান্ত হয়ে তারা গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর থেকে রাতের মধ্যে তারা মারা যান।
এদিকে, গোপালগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্রে জানাগেছে, গত ২৪ ঘন্টায় ২১৩টি নমুনায় সনাক্ত হয়েছেন ১০৬ জন। সনাক্তের হার শতকরা ৫০ ভাগ। এছাড়া জেলায় সর্বমোট ২৭ হাজার ৯৪ টি নমুনায় সনাক্ত হয়েছে ৫ হাজার ৩৮১ জন। সুস্থ হয়ছেন ৪ হাজার ৩৬৯ জন।