গোপালগ‌ঞ্জে তীব্র বৃ‌স্টি‌তে জন জীবন বিপর্যস্ত

0
1087

গোপালগ‌ঞ্জে তীব্র বৃ‌স্টি‌তে জন জীবন বিপর্যস্ত হ‌য়ে প‌ড়ে‌ছে। লকডাউ‌নের পাশাপা‌শি তীব্র বৃ‌স্টি হওয়ায় খে‌টে খাওয়া মানু‌য়ের প‌ড়ে‌ছেন চরম ভোগা‌ন্তি‌তে।

মঙ্গলবার (২৯ জুন) দুপুর থেকেই গোপালগঞ্জের আকাশ হয়ে পড়ে মেঘাচ্ছন্ন। যেন দিনের বেলায় নেমে আসে সন্ধ্যার আবহ। এরপরই বেলা তিনটা থে‌কে শুরু হয় বজ্রসহ মূষলধা‌রে বৃ‌স্টি। এতে স্বস্তির নিশ্বা:স ফেলে সাধারন মানুষ। ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে কাজে বের হয়ে পরে অনেকেই। বৃষ্টিতে জেলা শহরের বিভিন্ন সড়কে জমে ওঠে পানি। এতে সাধারন মানুষকে হাটা চলায় পড়তে হয় চরম ভোগান্তিতে। মাঠ ঘাট ত‌লি‌য়ে যাওয়ায় ফস‌লের ক্ষ‌তির আশংকা কর‌ছে কৃষ‌কেরা।

করোনাকালে আষাঢ় তার বৃষ্টির রিমঝিম শব্দ শোনালো। কেউ বা শুনেছে বৃষ্টিতে ভিজে আবার কেউ বা শুনেছে ঘরে মাঝে বন্দি অবস্থায় জানালার পাঁশে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিয়ে। মন্ত্র মুগ্ধের মত রিমঝিম শব্দে হারিয়ে গেছে অনেকেই।

জেলা শহরের বাসিন্দা কিশোর সুব্রত ঘোষ, সুলতান শেখ বলেন, বৃষ্টি নামার সাথে সাথে আমরা ভিজতে ঘর থকে বের হয়ে পড়ি। বৃষ্টিতে ভিজতেই যেন মনে পড়ে যায় ছোট বেলা কথা। বৃষ্টিতে ভিজলে বা স্কুল থেকে ভিজে বাড়ীতে ফিরলে প্রচন্ড বকুনী দিতো মা। তবে এখন আর বকুনী দেয় না। বৃষ্টির স্বাধীনতা আর খেয়াল খুশির মত স্বাধীনতা মিলেছে আমাদেরও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here