পরিবেশ দূষণ রোধে মোবাইল কোর্ট পরিচালনা করে গাজীপুরে পৃথক দুটি অভিযানে তিন লাখ টাকা জরিমানা ও কারখানার ম্যানেজারকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সাথে প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুন) গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের সার্বিক সহযোগিতায় গাজীপুরের কাশিমপুর এলাকায় পরিবেশ দূষণ বিরোধী ওই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে আশেপাশের পরিবেশ দূষণ করায় গাজীপুরের কাশিমপুর এলাকার ঝংসিয়ান রিজেনারেশন রিসোর্সেস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কারখানার ম্যানেজার কোরবান আলীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।