গাজীপুরের ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

0
367

গাজীপুরের জেলার শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় শনিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে লবণবাহী একটি ট্রাকের চাপায় নারীসহ অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন।

মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাদিউল ইসলাম ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

খবর পেয়ে মাওনা হাইওয়ে থানা পুলিশ ও শ্রীপুর ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি।

ওসি জানান, ময়মনসিংহগামী একটি ট্রাক মহাসড়কের এমসিবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ৪টি দোকানের ওপর গিয়ে উঠে পড়ে। পরে এমসি বাজার-হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয় সড়কে যাত্রীর জন্য অপেক্ষমান একটি অটোরিকশার ওপর উল্টে যায়। এতে অটোরিকশার যাত্রী একনারীসহ ২ জন নিহত হন।

তিনি আরও জানান, এ ব‌্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here