খুলনা বিভাগে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৫২ জনের মৃত্যু

0
335

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে আরও ৫২ জন মারা গেছেন। শনাক্ত হয়েছে ১ হাজার ১৬৫ জনের।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. ফেরদৌসী আক্তার সোমবার (১৯ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১৮ জুলাই দুপুর ১২টা থেকে ১৯ জুলাই দুপুর ১২টা পর্যন্ত ৫২ জন মারা যান। গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়া জেলায় সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, খুলনায় ১২ জন, যশোরে ১১ জন, মেহেরপুরে ৫ জন, ঝিনাইদহে ৩ জন, বাগেরহাট, মাগুরা ও নড়াইলে ২ জন করে এবং সাতক্ষীরায় ১ জন মারা গেছেন।

করোনা সংক্রমণের শুরু থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৮২ হাজার ৫৮৬ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৯৪৭ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ হাজার ৪০৫ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here