খুলনা বিভাগে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৫১ মৃত্যু

0
332

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে আরও ৫১ জন মারা গেছে। শনাক্ত হয়েছে ১ হাজার ৩৪৫ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র রোববার (১৮ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে শনিবার (১৭ জুলাই) বিভাগে ৪০ জনের মৃত্যু এবং ৫৩৯ জনের করোনা শনাক্ত হয়েছিল।

সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। বাকিদের মধ্যে কুষ্টিয়ায় ১৪ জন, যশোরে ছয়জন, চুয়াডাঙ্গায় ৫ জন, বাগেরহাটে ৩ জন এবং সাতক্ষীরা, মাগুরা, ঝিনাইদহ ও মেহেরপুরে ১ জন করে মারা গেছেন।

করোনা সংক্রমণের শুরু থেকে রোববার সকাল পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৮১ হাজার ৪২১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৮৯৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ হাজার ৩২৩ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here