কোয়েটা শহরের বিলাসবহুল সেরিনা হোটেলের গাড়ি পার্কিং এলাকায় বুধবার রাতের বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে পাকিস্তানের তালেবান।
তেহরিক-ই-তালবানের (টিটিপি) এক মুখপাত্র এই দায় স্বীকার করেছেন। খবর-বিবিসি।
এ হামলায় ৫ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে অন্তত ১২ জন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এটিকে আত্মঘাতী হামলা বলে জানিয়েছেন।
তবে তালেবান দায় স্বীকার জানিয়েছে, পুলিশসহ অন্যান্য কর্মকর্তাদের লক্ষ্য করে তারা এই হামলা চালিয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এক বিবৃতিতে, কোয়েটায় এই নিন্দনীয় ও কাপুরুষোচিত সন্ত্রাসী হামলায় নিরাপরাধ ব্যক্তিদের প্রাণহানিতে দুঃখ প্রকাশ করেছেন।
এনএইচ২৪/জেএস/২০২১