কোয়ারেন্টাইন কমছে ভারত থেকে দেশে ফেরা সাকিব-মোস্তাফিজের

0
1076

ভারত মহামারী করোনাতে বিপর্যস্ত। এরই মধ্যে ভারত থেকে আইপিএল খেলে দেশে ফেরেন অলরাউন্ডার সাকিব আল হাসান ও কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

দেশে ফেরার পর তাদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছিল স্বাস্থ্য মন্ত্রণালয়।

কিন্তু দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আবেদনের প্রেক্ষিতে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসছে মন্ত্রণালয়।

জানা গেছে, ১৪ দিনের কোয়ারেন্টাইন নয়, দুইবার কোভিড পরীক্ষায় নেগেটিভ আসলে তাদের কোয়ারেন্টাইনে ছাড় দেবে সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

তবে ঈদের আগে সাকিব ও মোস্তাফিজের অনুশীলনের সুযোগ থাকছে না। ১৭ মে থেকে জাতীয় দল পুরোদমে অনুশীলন করবে। সেদিন থেকেই মাঠে দেখা যাবে তাদের।

এনএইচ২৪/জেএস/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here