কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে একদিনে আরো ৮ মৃত্যু

0
381

কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘন্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আশরাফুল আলম জানান, বর্তমানে হাসপাতালে মোট ২১৪ জন রোগী ভর্তি রয়েছেন। যাদের মধ্যে ১৭১ জন করোনায় আক্রান্ত ও বাকি ৪৩ জন উপসর্গ নিয়ে।

পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৫০ জনের নমুনা পরীক্ষা করে ১৪৭ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার আশংকাজনকভাবে ৪২% শতাংশ।

এদিকে, সারাদেশে ১৪ দিনের লকডাউনের ৮ম দিন চলছে। কুষ্টিয়ায় ও তার ব্যাতিক্রম নয়। কুষ্টিয়া পুলিশ শহরের প্রবেশ পথগুলোতে চেকপোস্ট বসিয়ে মানুষকে ঘর হতে বের না হওয়ার জন্য বাধা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রশাসনের নির্দেশ অনুযায়ী জেলার কাঁচা বাজারগুলো সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা রাখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here