কুষ্টিয়ায় করোনায় প্রাণ গেল আরও ৯ জনের

0
1036

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও নয়জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) বেলা ১১টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, হাসপাতালে রোগীর চাপ প্রতিদিনই বাড়ছে। চিকিৎসা সেবা দিতে গিয়ে হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বেচ্ছাসেবকরা করোনায় আক্রান্ত হচ্ছেন। এরইমধ্যে আমরা হাসপাতালটিকে করোনা ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করা হয়েছে। এমন অবস্থায় আমরা পরিস্থিতি সামলে নিয়ে সেবা অব্যাহত রাখতে জরুরি বিকল্প ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।

গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া পিসিআর ল্যাবে ৫৪৫ টি নমুনায় নতুন করে আরও ১৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় আক্রান্তের হার শতকরা ৪৯.৩৩ শতাংশ।

জেলায় এ এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজার ৩৬৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ২৮০ জন। মৃত্যু হয়েছে ১৯৮ জনের। হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১৯৬ জন। এবং হোম আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৭৫৯ জন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here