মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত জেলাতে করোনা ও উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত হয়েছেন ২৯২ জন।
সোমবার (৫ জুলাই) সকাল ১০টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) তাপস কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদরে ১৫৩ জন, মিরপুরে ২৯ জন, কুমারখালী ২৪ জন, দৌলতপুর ৪৪, ভেড়ামারায় ৩৪ এবং খোকসায় ৮জন।