সাগরে ঝাঁপ দিয়ে দুই কিশোরীকে উদ্ধার করলেন পর্তুগিজ প্রেসিডেন্ট

0
2377
portuguese president salazar

পর্তুগিজ রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো ডি সোসা কোনো রকম প্রটোকল ছাড়াই সাগরের উপকূলে ঝাঁপিয়ে পড়ে দুই কিশোরীকে উদ্ধার করেছেন। আন্তর্জাতিক মহলে এ বিষয়টি হৈচৈ ফেলে দিয়েছে।

শনিবার সাঁতার কাটার সময় বিপদে পড়েন দুই কিশোরী। এসময় তাদেরকে রক্ষা করতে পানিতে নামে উদ্ধারকারী দল। একপর্যায়ে উদ্ধারকারী দলকে সহায়তায় সমুদ্রে নিজেই নেমে পড়েন পর্তুগিজ প্রেসিডেন্ট। তারা নিরাপদেই আছে বলে জানা গেছে।

করোনার কারণে দীর্ঘদিন সমুদ্র সৈকতে সাধারণ মানুষের চলাচলে নিষেধাজ্ঞা ছিল। তবে সাম্প্রতিক সময়ে দেশটিতে করোনার প্রকোপ কিছুটা কমে আসায় খুলে দেয়া হয়েছে সৈকত।

গ্রীষ্মকালীন দাবদাহ থেকে কিছুটা প্রশান্তি পেতে এ সময়ে সাগরের তীরে ভিড় জমান দেশটির সাধারণ মানুষ। অনেকে সাঁতার না জানায় প্রায় সময় দুর্ঘটনা ঘটে।

এ সময় পর্তুগিজ প্রেসিডেন্ট সেই কিশোরীদের সতর্ক করে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here