করোনার মধ্যেই মুক্তি পাবে ডিপজলের সিনেমা

0
1079

এ মহামারি করোনার মধ্যে সিনেমা মুক্তি নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। তবে চলচ্চিত্রের ‘মুভিলর্ড’ খ্যাত মনোয়ার হোসেন ডিপজল তার সিনেমা মুক্তি দেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।

এফ আই মানিক পরিচালিত ‘সৌভাগ্য’ সিনেমাটি ঈদে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এরই মধ্যে বেশকিছু সিনেমা হল চূড়ান্ত বুকিং করেছে। অন্য প্রযোজকরা যদি তাদের সিনেমা মুক্তি না দেয়, তবে সৌভাগ্যই হবে এবারের ঈদের একমাত্র সিনেমা।

ডিপজল বলেন, ‘করোনার মতো প্রতিকূলতার মধ্যেই ঈদে দর্শকদের বিনোদন দেয়ার জন্য সিনেমাটি মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, ঝুঁকি না নিলে সফল হওয়া যায় না।‘করোনার এই দুঃসময়েও যাতে স্বাস্থ্যবিধি মেনে দর্শক সিনেমা দেখতে পারেন, এজন্য এ সময়ে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। রিস্ক না নিলে সফল হওয়া যায় না। আমি রিস্ক নিয়েই সিনেমাটি মুক্তি দিচ্ছি। এতে অন্য নির্মাতারাও সিনেমা মুক্তি দিতে আগ্রহী হবে। দর্শকও হলমুখী হবেন।’

এনএইচ২৪/জেএস/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here