আবারও করোনাভাইরাস পজিটিভ মাশরাফি

0
2852
mashrafe bin mortaza, corona

চার দিন আগে দ্বিতীয় দফা করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফির বিন মর্তুজার। শনিবার (৪ জুলাই) বিকেলে মাশরাফির মামা নাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মাশরাফির পরিবারের পক্ষ থেকে বলা হয়, চার দিন আগে মাশরাফির দ্বিতীয় দফা পরীক্ষার ফল পজিটিভ আসে। তবে মাশরাফি সুস্থ আছেন এবং ঢাকার বাসাতে ভালো আছেন।

এর আগে গত ২০ জুন প্রথম দফা পরীক্ষায় মাশরাফির দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ২২ জুন তার ভাই সিজারেরও করোনাভাইরাস পজিটিভ আসে। এরপর থেকেই ছোটভাইসহ তিনি ১৪ দিনের আইসোলেশনে আছেন।

এদিকে মাশরাফি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরেই তার দুই সন্তান-সাহেল ও হুমায়রাকে নড়াইলে পাঠিয়ে দেওয়া হয়। মাশরাফির বাবা গোলাম মোর্তজা স্বপন ও মা হামিদা মোর্তজাসহ তার দুই সন্তানের নমুনা পরীক্ষার পর করোনাভাইরাস নেগেটিভ আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here