নয়াদিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সাইন্স (এআইআইএমএস) হাসপাতালে গিয়ে বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
টিকার নেওয়ার পর একটি টুইটে নরেন্দ্র মোদি লিখেছেন, ‘আজ এআইআইএমএস থেকে কোভিড-১৯ টিকার ২য় ডোজ নিলাম। ভাইরাসকে হারানোর হাতেগোনা কয়েকটি উপায়ের মধ্যে টিকা অন্যতম। আপনি যদি টিকা পাওয়ার যোগ্য হন, তাহলে দ্রুত নিন।
প্রসঙ্গত, গত ১ মার্চ সকালে একই হাসপাতাল থেকে টিকার প্রথম ডোজ নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এনএইচ২৪/জেএ/২০২১