কথা রাখলেন (হবিগঞ্জ-৪) চুনারুঘাট-মাধবপুর নির্বাচনী এলাকার সাংসদ ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এড.মাহবুব আলী।
বৃহস্পতিবার সকালে চুনারুঘাট উপজেলার আমু চা বাগানে অবস্থিত উদয়ন উচ্চ বিদ্যালয়ের ৪তলা ভবন নির্মাণ কাজ ভার্চুয়ালী ভাবে উদ্বোধন করেন তিনি।
প্রতিমন্ত্রী মাহবুব আলী কথা দিয়েছিলেন বিদ্যালয়টি এমপিও ভুক্ত না হলেও বহুতল ভবন দেয়ার ব্যবস্থা করবেন তিনি। কথামত বিদ্যালয়ের ৪তলা ভবন নির্মাণের জন্য ৮০ লক্ষ টাকা বরাদ্দ দেন।
উদ্বোধন কালে উপস্থিত ছিলেন আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, হবিগঞ্জ জেলা মাধ্যমিক স্কুল বিভাগের ইঞ্জিনিয়ার সজল মুন্সি, ম্যানেজিং কমিটির সভাপতি দিলীপ নারায়ণ কৈরী ,অবঃ প্রধান শিক্ষক রানা প্রসাদ ঘোষ, ইঞ্জিনিয়ার রনজিৎ ঘোষ, নচুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, সাংবাদিক আব্দুল হান্নান, ইউপি সদস্য ফরিদ মিয়া ও চন্দ্র তাতী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন তাতীসহ আরও অনেকেই।
উপস্থিত সকলেই কথা রাখায় প্রতিমন্ত্রী মাহবুব আলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এনএইচ২৪/জেএস/২০২১