ভারতীয় দক্ষিণী সিনেমার আল্লু-কোনিদেলা বংশের তৃতীয় প্রজন্মের ছেলে এ সময়ের তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। এবার সিনেমায় অভিনয় করবেন তার মেয়ে আল্লু আরহা।
অভিনেত্রী সামান্থা আক্কিনেনির পরবর্তী সিনেমা ‘শকুন্তলাম’ সিনেমায় অভিনয় করবেন আরহা।
ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম মেয়ের একটি ছবি পোস্ট করে খবরটি জানিয়েছেন আল্লু অর্জুন। ক্যাপশনে তিনি জানান, এটি আল্লু পরিবারের কাছে এক গর্বের ঘোষণা। পরিবারের ৪র্থ প্রজন্ম আরহা ‘শকুন্তলাম’ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করতে চলেছে।
সিনেমার পরিচালক গুণাশেখর ও তার মেয়ে নীলিমা গুণাকে ধন্যবাদ জানিয়ে আল্লু অর্জুন লিখেছেন, ‘আমার কন্যাকে আত্মপ্রকাশ করার জন্য এই সুন্দর সিনেমা উপহার দেওয়ার জন্য আমি গুণশেখর গারু এবং নীলিমা গারুকে ধন্যবাদ জানাতে চাই। সামান্থার সঙ্গে আমার পুরোপুরি আলাদা জার্নি ছিল এবং আরহা তার সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করছে দেখে খুবই খুশি। আমি শকুন্তলামের পুরো কাস্ট এবং ক্রুকে শুভেচ্ছা জানাই।