এবার পরীমনির জন্য গাইলেন হিরো আলম

0
861

সম্প্রতি একের পর এক গান গেয়ে খবরের শিরোনাম দখল করে রেখেন এ সময়ের আলোচিত-সমালোচিত অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম। সামালোচনার স্বীকার হয়েও দমে যাননি তিনি। আপন গতিতে চালিয়ে যাচ্ছেন তার নিজের কাজ।

প্রথমে অভিনয় করে আলোচনায় তারপর শুরু করেছেন অন্য এক স্বপ্নপূরণ গান গাওয়া। একের পর এক গান রের্কড করে ছাড়ছেন নিজের ইউটিউব চ্যানেলে।

এরই ধারাবাহিকথায় এবার হিরো আলম গাইলেন চিত্রনায়েকা পরীমনি কে নিয়ে। গান গেয়ে পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার সুষ্ঠু বিচার দাবি জানিয়েছেন হিরো আলম।

‘উই ওয়ান্ট জাস্টিস ফর পরীমনি’ শিরোনামের গানটি বৃহস্পতিবার (৫ আগস্ট) নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন তিনি।

প্রতিবারের মতন এবারও গানটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে তা ভাইরাল হয়ে যায়। এখন র্পযন্ত গানটি দেখেন প্রায় ৬ লক্ষ মানুষ।

গানটির কথা এরকম- ‘শিল্পী হয়ে শিল্পের প্রতি অসম্মান সইব না, শিল্পী হয়ে শিল্পীর অপমান সইব না, উই ওয়ান্ট জাস্টিস ফর পরীমনি।’

গানটির কথা, সুর ও সংগীত আয়োজন করেছেন মোমো রহমান।

‘নারী জাতি মায়ের জাতি আর রবে না বঞ্চিত, পরীমনিরা সব বিচার পাবে কেউ রবে না অবহেলিত, উই ওয়ান্ট জাস্টিস ফর পরীমনি’- এভাবেই সুরে সুরে প্রতিবাদ জানান হিরো আলম।

প্রসঙ্গত, পরীমনি দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছেন। কিছুদিন আগে ঢাকার সাভারের বোটক্লাবে যৌন নির্যাতনের শিকার হয়েছেন অভিযোগ করে আলোচনায় আসেন তিনি। সে ঘটনায় কয়েকজন গ্রেফতারও হয়েছিলেন, তারা আবার জামিনও পেয়েছেন। এর মধ্যেই একাধিক ক্লাবে পরীমনির ভাঙচুরের অভিযোগ করেন সংশ্লিষ্টরা।

র্বোড ক্লাবের ঘটনার বিলুপ্ত হওয়ার আগেই পরীমনির খবরে নিয়েছে নতুন মোড়। ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের’ ভিত্তিতে পরীমনির বাসায় অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (৪ আগস্ট) বিকেলে পরীমনির রাজধানীর বনানীর বাসায় এ অভিযানে যান র‌্যাবের গোয়েন্দা দলের সদস্যরা। সেখানে উপস্থিত আছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here