আগামী ২৬ সেপ্টেম্বর ঢাকা আসছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। এবার ঢাকার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। ‘পিয়া রে’ সিনেমায় তাকে শান্ত খানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে।
প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সেলিম খান বলেন, ‘কৌশানী প্রথমবার বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন। ২৬ সেপ্টেম্বর ঢাকা আসবেন তিনি। ২ অক্টোবর কলকাতা ফিরে যাবেন। এরপর আবার ঢাকায় দ্বিতীয় লটের শুটিং করা হবে।’
তিনি আরও জানান, কৌশানী ছাড়াও কলকাতার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত, খরাজ মুখার্জিও এই সিনেমার শুটে অংশ নেবেন।