হলিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকাদের তালিকার প্রথম সারিতে নাম লিখিয়েছেন ‘রক’ খ্যাত ডোয়েইন জনসন। এখন তিনি ইনস্টাগ্রামেও সবচেয়ে দামি তারকা।
কাইলিকে হারিয়ে ইনস্টাগ্রামের প্রতি পোস্টে সবচেয়ে বেশি আয়ের তারকা হিসেবে নিজের নাম লিখিয়েছেন রোক। অফিশিয়াল ইনস্টাগ্রামে কোনো পণ্যের ব্র্যান্ডিং করতে প্রতি পোস্টে এক মিলিয়ন ডলারের বেশি অর্থ নেন এই তারকা। কাইলি নেন ৯ লাখ ৮৬ হাজার ডলার।
এরপরেই আছে কিম কার্দেশিয়ান, আরিয়ানা গ্র্যান্ডে, সেলেনা গোমেজ, বিয়ন্সে, জাস্টিন বিবার, টেইলর সুইফট এবং নেইমারের নাম।
ইনস্টাগ্রামে ডোয়েইন জনসনের ফলোয়ারের সংখ্যা ১৮৮ মিলিয়ন। আর কাইলির ফলোয়ারের সংখ্যা ১৮৩ মিলিয়ন। ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর ফলোয়ার সংখ্যা এই দুজনের চাইতে বেশি। ২২৭ মিলিয়ন ফলোয়ার থাকলেও আয়ের দিক দিয়ে এই তারকা পিছিয়ে আছেন।
ডোয়েইন জনসনকে সর্বশেষ দেখা গিয়েছে ‘হবস এন্ড শ জুমানজি: দ্য নেক্সট লেভেল’ সিনেমা। এরপর তাকে দেখা যাবে ‘জঙ্গল ক্রুজ’ এবং ‘ব্ল্যাক অ্যাডাম’ সিনেমায়।