আসাম ও মিজোরাম রাজ্যের সীমান্তে পুলিশের গুলি বিনিময়, নিহত ৬

0
766

ভারতের আসাম ও মিজোরাম রাজ্যের সীমান্তে পুলিশের মধ্যে গুলি বিনিময়ে অন্তত ৬ জন নিহত হয়েছে। অপ্রত্যাশিত এই ঘটনায় প্ররোচনা দেওয়ার জন্য উভয় রাজ্যের মুখ্যমন্ত্রী ও কর্মকর্তারা একে অপরকে দুষছেন।

আর্ন্তজাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত কয়েক মাস ধরে সীমান্ত নিয়ে আসাম ও মিজোরাম রাজ্যের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আসামের সঙ্গে মিজোরামের ১৬৪ কিলোমিটার সীমান্ত রয়েছে। দুই রাজ্যের মধ্যে সীমান্ত বিরোধ নিস্পত্তির জন্য ১৯৯৪ সাল থেকে কেন্দ্রীয় সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সেই চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এবারই প্রথম ২ রাজ্যের পুলিশের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটলো। নিহত পুলিশ সদস্যরা সবাই আসাম রাজ্যের।

সোমবার টুইটে একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here