বলিউডের জনপ্রিয় আলোচিত-সমালোচিত অভিনেত্রী সারা আলী খান। সে শুধু বলিউডের অভিনেত্রীই নয় অভিনেতা নবান সাইফ আলী খান ও অভিনেত্রী অমৃতা সিংয়ের কন্যা।
সিনেমায় নাম লেখানোর আগেই ব্যাক্তিগত কারণে খবরের শিরোনামে থাকতেন। কেদারনাথ’ সিনেমার মাধ্যমে বলিউডে নাম লেখানোর পর থেকে একাধিকবার তার প্রেমের গুঞ্জন শোনা গেছে। সুশান্ত সিং রাজপুত ও কার্তিক আরিয়ানের সঙ্গে সারার নাম জড়িয়ে অনেক কানাঘুষাও হয়েছে।
তবে অতীতকে পিছনে ফেলে নতুন করে পথচলা শুরু করেছেন সারা। আবারও প্রেমে মজেছেন সাইফকন্যা। বুধবার (৩০ জুন) ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে কেদারনাথ’-এর সহপরিচালক জেহান হন্ডার সঙ্গে একটি ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। এমনকি জেহানও একই ছবি পোস্ট করেছেন।
ছবিতে তাদের পোশাকেরও মিল দেখা গেছে। এরপর থেকেই শুরু হয়েছে জল্পনা। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে অনেকেরই ধারণা, প্রেম করছেন সাইফকন্যা।