আত্মসমর্পণ করেছেন দ. আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা

0
1342

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল দায়িত্ব পালনকালে তিনি ব্যবসায়ীদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে প্রভাবিত করতে রাজনীতিবিদদের সঙ্গে নানান ষড়যন্ত্রে মেতে উঠেছিলেন। তবে জ্যাকব সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার।

দুর্নীতির তদন্তে অংশ নিতে ব্যর্থ হওয়ার ফলে গত সপ্তাহে দেশটির আদালত তাকে ১৫ মাসের কারাদণ্ড দিয়েছে। বুধবার রাত ১০টা পর্যন্ত তাকে আত্মসমর্পণ করতে সময় বেঁধে দেওয়া হয়েছিল। এরপরই জ্যাকব জুমা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।

বুধবার (৭ জুলাই) গভীর রাতে কোয়াজুলু-নাটাল প্রদেশে নিজের বাড়ির কাছে একটি কারাগারে তাকে পাঠানো হয়েছে বলে জানিয়েছে তার ফাউন্ডেশন। (খবর: বিবিসি)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here