কোনও কারণে মিথ্যা অপবাদ জূটতে পারে। আজ পরিবারে কারও ব্যবহারে আপনার ক্ষোভ সৃষ্টি হতে পারে। আজ সারা দিন খরচের পরিমাণ বেশি থাকবে। শত্রুরা চক্রান্তে জিততে পারবে না।
সন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর আলোচনা। আজ কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে। অতিরিক্ত হঠকারিতার জন্য আঘাত লাগতে পারে।
এঁরা একটু অসহিষ্ণু হন। পরিশ্রমী, জেদি, অতিরিক্ত ঈশ্বরবিশ্বাসী ও পরোপকারী হন এবং স্বল্পে সন্তুষ্ট হন। এঁরা কখনও শ্রমশীল আবার কখনও শ্রমবিমুখ। স্বাস্থ্য মোটামুটি ভাল হয়। তবে শেষ জীবনে হঠাৎ নানা সমস্যা দেখা দিতে পারে। বিজ্ঞান, গণিত, যন্ত্রবিদ্যা, লোহা বা কয়লার ব্যবসা, টেকনিক্যাল কাজ ইত্যাদি নিয়ে জীবনে এগোলে ভাল হয়।